মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০

কচুয়ায় নিখোঁজের চারদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

কচুয়ায় নিখোঁজের চারদিন পর আব্দুল জব্বার (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এই লাশের সন্ধান মিলে। উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জোহর আলীর ছেলে আঃ জব্বারের অর্ধগলিত লাশ জয়নগর গ্রামের বিল থেকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। সকাল ৯টার সময় হাসিম নামে এক কৃষক আব্দুল জব্বারের অর্ধগলিত লাশ বিলের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়।

সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দীন ও পিবিআইসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল জব্বার গত ১৭ আগস্ট রাত ৮টা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ছে। পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়