প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ০০:০০
কচুয়ায় নিখোঁজের চারদিন পর আব্দুল জব্বার (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এই লাশের সন্ধান মিলে। উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জোহর আলীর ছেলে আঃ জব্বারের অর্ধগলিত লাশ জয়নগর গ্রামের বিল থেকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। সকাল ৯টার সময় হাসিম নামে এক কৃষক আব্দুল জব্বারের অর্ধগলিত লাশ বিলের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দীন ও পিবিআইসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল জব্বার গত ১৭ আগস্ট রাত ৮টা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ছে। পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।