প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ০০:০০
গ্রেনেড হামলায় নিহত কুদ্দুস পাটওয়ারী স্মরণে আজ হাইমচরে ব্যাপক কর্মসূচি
কুদ্দুস পাটওয়ারীর নামে সড়ক বা স্থাপনার দাবি পরিবারের
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী জনসভায় গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় জননেত্রী শেখ হাসিনার জীবন রক্ষায় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সদস্য হাইমচরের আব্দুল কুদ্দুছ পাটওয়ারী শহীদ হন। এ হামলায় ২৪ জন নিহত হন এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ ৩শ’ নেতা-কর্মী আহত হন। নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী আইভি রহমান অন্যতম। যিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।
|আরো খবর
নিহত কুদ্দুস পাটওয়ারীর বড় ভাই হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ হুমায়ুন পাটওয়ারী জানান, আজ ২১ আগস্ট রোববার শহীদ আব্দুল কুদ্দুছ পাটওয়ারীর কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ মাহফিল ও স্মরণসভা আয়োজনসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনের শুরুতে জাতীয় পতাকা, কালো ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হবে। হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
তিনি দাবি জানান, হাইমচরে কোনো একটি সড়কের নামকরণ অথবা সরকারি গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা আমার ভাইয়ের নামে নামকরণ করা হোক। এর ধারা কুদ্দুস পাটওয়ারীর স্মৃতিকে প্রজন্মের জন্য যেনো ধরে রাখা হবে।