প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এলজিইডি চাঁদপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো সকালে এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ইউনুছ বিশ্বাসের নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে র্যালি করে চাঁদপুর সরকারি কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান।
এরপর জেলার সকল উপজেলায় কর্মরত আরইআরএমপি ও এলএসসি কর্মীদের মাধ্যমে একযোগে জেলার ৮টি উপজেলায় ১০ হাজার ৭শ’ তালগাছের বীজ রোপণ করা হয়।
দুপুরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মসজিদে ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগস্ট মাস শোকের মাস উপলক্ষে এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মহসীন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে কর্মসূচি বিষয়ে এক প্রতিক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ বিশ্বাস বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিশেষ করে তালবীজ রোপণের মাধ্যমে তালগাছ বড় হলে আগামীতে এ অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি বজ্রপাত থেকে জীবন ও সম্পদ রক্ষা পাবে। তিনি আরো বলেন, সারা জেলায় আমাদের এই কর্মসূচি সফল করা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের একটি প্রজেক্টের কর্মী বাহিনী থাকায়, যারা সারা জেলায় কর্মরত।