প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পীর বাদশা মিয়া রোড থেকে সিরু মিজি বাড়ির ড্রেন ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি গতকাল ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। চাঁদপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ শুরু হয়।
উদ্বোধনকালে মেয়র বলেন, চাঁদপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে আমরা ইতিমধ্যে বহু কাজ করেছি। কোটি টাকা ব্যয়ে মমিনপাড়া হয়ে কোড়ালিয়া সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডেই আমরা ড্রেন এবং সড়ক নির্মাণ করেছি। পৌরসভার নিজস্ব অর্থায়নে যতটুকু করা সম্ভব আমরা তার চেয়ে দ্বিগুণ করেছি এবং এ ধারা অব্যাহত রয়েছে। প্রকল্পের মাধ্যমে প্রায় কয়েকশ’ কোটি টাকার কাজ করা যাবে। আমরা খুব দ্রুতই সে প্রকল্প শুরু করতে পারবো ইনশাআল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, নজরুল ইসলাম মিজি, জহিরুল ইসলাম মিজি, সিরাজুল ইসলাম মিজি, মজিবুর রহমান ভূঁইয়া, শহীদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।