মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০০:০০

আজ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উৎসব ॥ চাঁদপুরে ব্যাপক আয়োজন
বিমল চৌধুরী ॥

আজ ১৯ আগস্ট শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য প্রাণ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। উৎসব উদ্‌যাপনে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় সনাতন ধর্মাবলম্বী ভক্তগণ ব্যাপক ধর্মীয় কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে : ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি কামনায় উপবাস, কৃষ্ণ পূজা, হোম, যজ্ঞ, হরিনাম কীর্ত্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা শেষে প্রসাদ বিতরণ।

উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতেমধ্যে জেলা পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দসহ জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ ও অন্য আয়োজদের সাথে ব্যাপক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব সম্পন্ন করার জন্যে আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দু বছর ব্যাপক আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদ্‌যাপন করতে না পারায় এ বছর আয়োজকরা উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উৎসব পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। আজ শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের গোপাল জিউড় আখড়ার সামনে থেকে বের হবে জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতির বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি কৃষ্ণ, বলরাম, কংস, অষ্টসখীসহ বিভিন্ন পৌরাণিক সাজে সুসজ্জিত হবে। বাদ্য বাজনা সহকারে পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ, পুরাণবাজার দাসপাড়া, ঘোষপাড়া, পালপাড়া, নতুনবাজার গোপালের আখড়া, নতুনবাজার ঘোষপাড়াসহ শহরের বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ ও অসাম্প্রদায়িক চিন্তা চেতনার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকল শ্রেণীপেশার মানুষ সম্প্রীতির শোভাযাত্রায় যোগ দেবেন বলে জানান জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও সাধারণ সম্পাদক কার্তিক সরকার।

জেলা প্রশাসক কামরুল হাসান বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করবেন বলে জানা যায়। শোভাযাত্রাটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম শেষে স্বস্ব স্থানে ফিরে যাবে। একইভাবে হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবেন সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎসব সস্পন্ন করার অনুরোধ জানিয়েছেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

ধর্মীয় বিশ্বাসমতে, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ভারসাম্য রক্ষায় অন্যায়, অত্যাচার দূরীকরণে অত্যাচারী কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভগবানের এ জন্মতিথিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীগণ ব্যাপক আয়োজনে পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়