প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম, বুলবুল আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণের চেয়ে বেশি ভালবাসতেন এদেশের মানুষকে। তাই পাকিস্তানি শাসন আমলের অধিকাংশ সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাঁকে কারাবরণ করতে হয়। তাদের লোভ প্রলোভন এবং মন্ত্রীত্বের প্রস্তাব উপেক্ষা করে বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্য লড়াই করে গেছেন। যার ফলে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন থেকে শুরু করে ১৯৭০ সালে নির্বাচনে বিপুল বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সফল ক্রমশ দৃশ্যমান হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর মঞ্চে জায়গা করে নেয়। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মারার সাহস না করলেও স্বাধীনতার পর আমরা বাঙালিরাই তাঁকে মেরে ফেলেছি। বঙ্গবন্ধু পরিবারের প্রতি বাঙালির এই অকৃতজ্ঞতা জীবনেও মোছন হবে না। তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে যদি আমরা সামিল হতে পারি, তবেই কিছুটা হলেও ঋণ পরিশোধ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা সার্থক রূপ আমরা দেখতে পাবো।
আলোচনা শেষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুবর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।