মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো বৃদ্ধের ॥ আহত ২
কামরুজ্জামান টুটুল ॥

দ্রুতগতির দুই সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অহিদুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় অপর দুইজন মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বলাখাল রেল স্টেশন সংলগ্ন বাবুরপোল এলাকায়। নিহত অহিদুর রহমান পাশের সিদলা গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা বলাখাল হয়ে হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে অপর একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বৃদ্ধ অহিদুর রহমান মারাত্মক আহত হন। আহত অবস্থায় অহিদুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়া অহিদুর রহমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়