প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০
স্বৈরশাসনের কবল থেকে জনগণ মুক্ত পেলেই বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন
-------------শরীফ মোঃ ইউনুছ
গতকাল বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাছির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, স্থানীয় সরকার সম্পাদক আবু সায়েদ পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক শামছুল আলম পিন্নু, প্রবাসীকল্যাণ সম্পাদক বাদল ঢালী, উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক সফিউল আলম সপু, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, মোঃ জহিরুল ইসলাম, মন্জুর হোসেন রনি, ফারুক খান, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মন্জুর, সদস্য সচিব শাওন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, একে সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, শ্রমিক দলের আহ্বায়ক আজিম খান, মহিলা দলের আলেয়া আক্তার ও শারমিন করিম। ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ফারুক হোসেন, বেলায়েত হোসেন, জাহাঙ্গীর আলম বুলু, শাহ আলম, আবু পাটোয়ারী, শাহীন মোল্লা, খন্দকার মোক্তার আহমদ, শাহআলম, আলী বেপারী, আবদুল কাদির, হামীমুর রহমান বাবু, বাচ্চু গাজী, কামরুল ইসলাম, বিটু পাটোয়ারী, সফিকুল ইসলাম, শাহজাহান, খোরশেদ আলম, বিল্লাল ভূঁইয়া, জসিম উদ্দিন, ইয়াসিন, ছাত্রনেতা কামরুল রাঢ়ী, যুবনেতা মোক্তার মিজি, স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন স্বপন, ভাগিনা রুবেল, ফারুক হোসেন রনো প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, স্বেরাচারী হাসিনা সরকারের কবল থেকে জনগণ যেদিন মুক্ত হবে, বেগম খালেদা জিয়াও সেদিন মুক্তি পাবেন। আগামীদিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আগামী দিনে তৃণমূলে যে কর্মসূচি দেয়া হবে সকলকে সর্বাত্মকভাবে সে আন্দোলনকে সফল করতে হবে। তিনি আগামীদিনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।