মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ০০:০০

যথাযথভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন
স্টাফ রিপোর্টার ॥

‘আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করুন, প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে’। জেলা প্রশাসন আয়োজিত জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের প্রস্তুতি সভা গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান এ কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই’র ডিডি শাহ আমরান আহমেদ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চাঁদপুরের সহকারী পরিচালক মিন্টু কুমার ভদ্র, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাবেক সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, শাহরাস্তির সভাপতি নিখিল মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক লিটন দাস, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, হাজীগঞ্জের জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক সুজন রায়।

উল্লেখ্য, আগামী ১৯ এবং ২০ আগস্ট দুইদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন অনুষ্ঠিত হবে বিভিন্ন মন্দিরে এবং শোভাযাত্রা শুক্রবার বিকেল তিনটায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়