প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক মোহন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমসহ বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।