প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ছাত্রলীগের দীর্ঘদিনের সভাপতি, আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী ও নির্যাতিত নেতা, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার খালিছুর রহমান জাকিরের আজ ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৯ সালের এইদিনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক বছরগুলোতে পারিবারিকভাবে কর্মসূচি পালন করা হলেও দলীয়ভাবে তাকে তেমন স্মরণ করা হয় না।
উল্লেখ্য, খালিছুর রহমান জাকির চাঁদপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের বড় ভাই এবং চাঁদপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক ফারহান জিকুর পিতা।