শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

র‌্যাগ ডে পালন করায় চার এসএসসি পরীক্ষার্থী আটক
গোলাম মোস্তফা ॥

বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উচ্ছৃঙ্খলতার র‌্যাগ ডে পালন করাকালীন চলতি বছরের অর্থাৎ ২০২২ সালের চারজন এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

চাঁদপুর শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা শহরের কাজী নজরুল সড়কস্থ এলিট ভোজন বিলাসে বন্ধুদের সাথে বন্ধুদের বিদায়ের নামে সাউন্ড বক্স লাগিয়ে উচ্ছৃঙ্খল অনুষ্ঠান র‌্যাগ ডে পালন করছিলো।

এ খবরটি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে জানালে তাঁর নির্দেশে মডেল থানা পুলিশ এলিট ভোজন বিলাস রেস্তোরাঁয় গিয়ে এটি বন্ধ করে দেয়। এ সময় উক্ত অনুষ্ঠান আয়োজক পরীক্ষার্থীদের থেকে চারজন পুলিশের সাথে তর্কে লিপ্ত হয়ে বলে তারা ওসি সাহেবের সাথে কথা বলবেন। এ কথা বলে তারা মডেল থানায় আসে। পরে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নির্দেশে ওই ৪ পরীক্ষার্থীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়।

অবশ্য পরে আটক চার পরীক্ষার্থীর অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি কিছুক্ষণ আগে শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়