প্রকাশ : ২০ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লোকমান পাটওয়ারী (৭৫) আর নেই। সোমবার (১৯ জুলাই) বেলা ১০টায় রাজধানীর আল-হেলাল হার্ট ফাউন্ডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দু ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান তিনি।
বীর মুক্তিযোদ্ধা লোকমান পাটওয়ারী দীর্ঘদিন উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করে করেছেন। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের কাগজের ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লা আমানের শ্বশুর।
বীর মুক্তিযোদ্ধা লোকমান পাটওয়ারীর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ, ১৯ জুলাই বাদ মাগরিব উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় সালাম শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।