রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ মে ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
বিমল চৌধুরী ॥

গতকাল ১৬ মে সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় নিয়ে অনুষ্ঠিত সভায় চাঁদপুর মেডিকেল কলেজসহ মডেল মসজিদের স্থান নির্ধারণ, শহর রক্ষাবাঁধ রক্ষা, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং, বকেয়া বিদ্যুৎ বিল আদায়, ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ, জনশুমারি বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখল মুক্তকরণ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতি-১, পল্লী বিদ্যুৎ সমিতি-২, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পরিসংখ্যান অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, জেলা শিক্ষা অফিস, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সদর হাসপাতাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন বিভাগের প্রকল্প সমূহের কার্যক্রম তুলে ধরেন স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ।

সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ কাজের গুণগত মান অক্ষুণœ রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ সম্পন্ন করার আহ্বান জানান। আলোচকগণ বলেন, যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঐসব এলাকার জনপ্রতিনিধিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যদি প্রকল্পসমূহের তথ্য জানানো হয়, তাহলে কাজের মান ঠিক থাকবে। আমরা মনে করি, চাঁদপুরে যতগুলো বিভাগ রয়েছে সকলের সাথেই সকলের সুন্দর সম্পর্ক রয়েছে।

জেলা প্রশাসক বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকা এবং তেল বিক্রির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত মেনে কেনা-বেচা করার জন্যে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। জেলা প্রশাসক পত্র-পত্রিকায় প্রকাশিত মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও কচুয়া উপজেলায় পানিতে তলিয়ে যাচ্ছে জমির ধান সংবাদের দৃষ্টি আকর্ষণ করে কোনো অনিয়মকে ছাড় না দেয়ার কথা বলেন। মডেল মসজিদ নির্মাণে যাতে কোনো অনিয়ম না হয় সে দিকে গণপূর্ত বিভাগকে নজর রাখতে বলেন। কৃষকের ফসলি জমির ধান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে উক্ত সভায় নির্দেশনা প্রদান করা হয়। কৃষকের কোনো ফসলের জমির যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখার জন্যও নির্দেশনা দেয়া হয় এবং জেলা প্রশাসককে তা অবহিত করার জন্যেও বলা হয়। জেলা প্রশাসক আসন্ন বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধ সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জেলা প্রশাসককে অবহিত করে বলেন, চাহিদা অনুযায়ী তেমন কোনো বরাদ্দ নেই। যা আছে খড়ের গাদায় সুইচ খোঁজার মতো। বর্তমান বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধের জন্যে ৮ হাজার জিও ট্যাক্সের ব্যাগ ও ১৩ হাজার ব্লক রয়েছে। এছাড়া জরুরি কাজের ক্ষেত্রে রয়েছে ১০ হাজার ব্লক ও ১০ হাজার জিও টেক্সের ব্যাগ।

সভায় জেলা শহরে মডেল মসজিদ এবং মেডিকেল কলেজ নির্মাণের স্থান নির্ধারনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ ও সাবমারসিবল পাম্প স্থাপনে অনিয়মের কথা তুলে ধরা হয়। এক্ষেত্রে গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে ৭ হাজার আর সাবমারসিবল পাম্প স্থাপনের ক্ষেত্রে ১০ হাজার টাকা গ্রাহক পর্যায়ে নির্ধারিত থাকলেও নির্ধারিত টাকার চেয়ে অধিক টাকা না দিলে তা পাওয়া যায় না বলে জনৈক ভুক্তভোগী তা জানালে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া বিদ্যুতের বিষয়ে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুতের যা কিছু ত্রুটি রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। তিনি চাঁদপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ। পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যন, জেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরে কর্মরত অফিসারগণ তাদের ডিপার্টমেন্টের উন্নয়নমূলক প্রকল্পের ধারাবাহিকতা তুলে ধরেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়