প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ লিটন মুন্সি করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, লিটন মুন্সি গত ক’দিন ধরে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে তার করোনা পরীক্ষা করে জানা যায় তার রিপোর্ট পজিটিভ। সাথে সাথে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই সে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।