বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুর ক্রিকেট একাডেমীর কাছে ৯০ রানে হেরেছে উদয়ন ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ৩য় ম্যাচে জয় পেয়েছে চাঁদপুর ক্রিকেট একাডেমী। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় ৮টি দল নিয়ে এ লীগ অনুষ্ঠিত হচ্ছে।

লীগের ৪র্থ ম্যাচে আজ শনিবার মুখোমুখি হবে একই এলাকার দুটি ক্লাব। সকাল সাড়ে ৯টার ম্যাচে খেলতে নামবেন ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম নিতাইগঞ্জ ক্রীড়া চক্র।

দু’দলের কর্মকর্তাদের সাথে আলাপ কালে জানা গেছে, ভাই ভাই ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটারসহ ঢাকার শীর্ষ পর্যায়ের মোট ৩ জন ক্রিকেটার। অপরদিকে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র মতলবের ক্রিকেট একাডেমির ক্রিকেটারসহ ঢাকার ৩ জন ক্রিকেটার নিয়ে খেলতে নামবে।

শুক্রবার লীগের ৩য় ম্যাচে খেলতে নামে চাঁদপুর ক্রিকেট একাডেমী বনাম উদয়ন ক্লাব। প্রথমে ব্যাট করে চাঁদপুর ক্রিকেট একাডেমী (সিসিসি) ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রান করে। বল হাতে উদয়নের টুটুল ৪৮ রানে ৩টি উইকেট নেন।

উদয়ন ক্লাব ২৮৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৭ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৯৩ রান করে। ক্রিকেট একাডেমীর পক্ষে বল হাতে রাকিবুল ৪৭ রানে ৫ টি উইকেট নেন। চাঁদপুর ক্রিকেট একাডেমী ৯০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়