প্রকাশ : ১০ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলা এলাকায় নদীতীরবর্তী কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ৯ মার্চ সকালে ভেক্যু দিয়ে মাটি কাটার সময় সেখানে অভিযান পরিচালনা করেন চাঁদপুর
সদর উপজেলা এসি (ল্যান্ড) মুহাম্মদ হেলাল চৌধুরী। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাটি কাটার দায়ে ১ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।