রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

জেলা পুলিশের মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ শুরু
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ৮টি দল নিয়ে শুরু হয়েছে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ। মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নের নিচতলার হলরুমে লীগের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মিলন মাহমুদ। লীগে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়দের নিয়ে পৃথক পৃথকভাবে দল গঠন করা হয়। প্রতিটি দলের সাথে লটারীর মাধ্যমে খেলোয়াড় বাছাই করে লীগ পদ্ধতিতে খেলাগুলো পরিচালনার আয়োজন করেছেন আয়োজকরা। অংশ নেয়া দলগুলোর প্রথম রাউন্ডের খেলা গতকাল অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় লীগে অংশ নেয়া দলগুলো ও দলের খেলোয়াড়রা হলেন- মোহামেডান স্পোর্টিং ক্লাব (নাইমুল ইসলাম নীরব ও বাদল মজুমদার), আবাহনী ক্রীড়া চক্র (ইমরান কাদের রুমী ও ইমতিয়াজ কাদের মুকীম), বিষ্ণুদী ক্লাব (অভিজিত ও মাইনুল), পূর্ব শ্রীরামদী ক্লাব (শায়ান চৌধুরী ও ইকবাল হোসেন), তালতলা স্পোর্টিং ক্লাব (আমির হোসেন বাপ্পি ও মাইনুল পাটওয়ারী), ক্রিকেট কোচিং সেন্টার (অনিমেশ কর ও হাসান আহমেদ মাহিন), নাজিরপাড়া ক্রীড়া চক্র (মাজহারুল ইসলাম ও রফিকুল মিয়াজী) এবং ক্রীড়া কল্যাণ সমিতি (শাহরিয়ার পলাশ ও মাসুম বেপারী)।

উদ্বোধনকালে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দাবা খেলাটি একটি আন্তর্জাতিক স্বীকৃত খেলা। এই খেলার মাধ্যমে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। দাবা লীগে খুদে খেলোয়াড়দেরকেও সুযোগ দেয়া হয়েছে। আশা করি তারা খেলার মাধ্যমে নিজেদের বড় স্থানে নিয়ে যেতে পারবে। দেরিতে হলেও আমরা খেলাটি শুরু করতে পেরে আনন্দিত। দাবা খেলাটি খুব বুদ্ধির খেলা। খুব বড় পরিসরে এই খেলা খেলতে হয় না এটা একটা সুবিধা।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রোটাঃ তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রোটাঃ শরীফ মোঃ আশ্ররাফুল হক, আবুল কাশেম আখন্দ, শাহজাহান তালুকদার সাহা, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী তপন চন্দ, দাবা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকতা ও খেলোয়াড়গণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়