প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
শাহরাস্তিতে জালাল উদ্দিন পন্ডিত ট্রাস্টের মক্তব শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা
শাহরাস্তি উপজেলার উনকিলায় আলহাজ্ব জালাল উদ্দিন পন্ডিত ট্রাস্টের উদ্যোগে মক্তব শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা সভা ও বার্ষিক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সকালে ট্রাস্টের মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিএসসির পরিচালক ও ট্রাস্টের সভাপতি মহসিন আলম। ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জৈনপুরের পীরে কামেল হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। মক্তব শিক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় বিশেষ আলোচক ছিলেন মাওলানা হেদায়েত উল্লাহ। এছাড়া আরো ক’জন আলোচক প্রাণবন্ত আলোচনা করেন।