প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উপজেলা, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার বিকেলে উপজেলার সোনাইমুড়ি এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে এই সমাবেশ করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিঃ মমিনুল হক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারীর সঞ্চালনায় ইঞ্জিঃ মমিনুল হক বলেন, আজকের এ সমাবেশ এখানে (সোনাইমুড়ি) হওয়ার কথা ছিলো না। তারা আমাদের জনসভা করতে দিচ্ছে না। পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আগামীতে আমরা আর এই বাধা মানবো না। অনুমতিও নেব না। আমরা হাজীগঞ্জের রাজপথে সকল প্রোগ্রাম ও কর্মসূচি পালন করবো। কেননা, সভা করার অধিকার একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। আমরা সেই অধিকার আদায় করবো।
ইঞ্জিঃ মমিনুল হক আরো বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে বিশে^র এক তৃতীয়াংশ দেশ জাতিসংঘে শান্তির পক্ষে ভোট দিয়েছে। অথচ বাংলাদেশ ভোটদানে বিরত রয়েছে। এ থেকে প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির পক্ষে নেই। তিনি গণতান্ত্রিক অধিকার হরণ করে অবৈধভাবে দেশ ও সরকার পরিচালনা করছেন। আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগ এনে হয়রানি করছেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা শ্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।