বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ০০:০০

একুশে পদকে ভূষিত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশকে সংবর্ধনা
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতী ছাত্র, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েসেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একুশে পদক-২০২২-এ ভূষিত অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, আমি এ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে এ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি, তখনকার সময়ের ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটি মধুর সম্পর্ক বিদ্যমান ছিলো। সেই সময়ে সত্যিকার অর্থে একজন শিক্ষক ছাত্রকে নিজের সন্তান মনে করে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখতেন।

তিনি বলেন, আমরা ৩ ভাই এ স্কুল থেকে পড়াশোনা করে এসএসসি পাস করেছি। এই স্কুল আমার প্রাণের প্রতিষ্ঠান- এ ভেবেই আমি সবসময় বিদ্যালয়টির মঙ্গল কামনা করি।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়া যাবে না। ছাত্রদেরকে সকল ক্ষেত্রে কাউন্সেলিং করতে হবে। শিক্ষকদের আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে শিক্ষার্থীদের মাঝে নিজেদের বিলিয়ে দেয়ার আহ্বান জানান।

অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশকে গতকাল ৫ মার্চ শনিবার সকালে চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত বিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া তাৎক্ষণিক এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুজিত চক্রবর্তীর উপস্থাপনায় সংবধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনি।

এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর খান, গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন ও লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠান শেষে সংবধিত অতিথি বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ও বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়