প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিকের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল টুয়েন্টি ফোর-এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, সহ-সভাপতি ও মাই টিভির চাঁদপুর প্রতিনিধি মনোয়ার কানন, দপ্তর ও প্রচার সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, চ্যানেল আইয়ের চাঁদপুর প্রতিনিধি মোরশেদ আলম রোকন, নিউজ-২৪ টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, চ্যানেল-এস-এর চাঁদপুর প্রতিনিধি বিপ্লব সরকার, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, বাণিজ্য প্রতিদিনের চাঁদপুর প্রতিনিধি আশিক বিন রহিম, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি ইকবাল বাহার।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকির খবর শোনা যায়। সাংবাদিকরা এসব হুমকি-ধমকিতে কখনো ভয় পায় না। সাংবাদিকরা নিজেদের জীবনবাজি রেখে এই সমাজের অসংগতি তুলে ধরে আসছে। যেকোনো একটি প্রতিবেদনের কারণে যখনই কোনো একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগে তখনই তারা সাংবাদিকদের বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, সর্বশেষ জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে যে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ ফজলে এলাহী খানকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সবশেষে জাগো নিউজ ও এসএটিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইকোনমি পত্রিকার চাঁদপুর প্রতিনিধি এইচএম নিজাম, দৈনিক চাঁদপুর বার্তার চীফ রিপোর্টার আলমগীর হোসেন, সুদীপ্ত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার রহমান রুবেল, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি ইব্রাহিম খানসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি জাগো নিউজে ‘নোয়াখালী মেডিকেলের ডাঃ ফজলে এলাহী খানকে ওএসডি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।