বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের বলাখালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে একসাথে মৃত্যুকে আলিঙ্গন করলো। মনে হয় যেনো এই মৃত্যুর দূত হিসেবে আসলো দ্রুতগতির ট্রাক। ট্রাকটি বাবা ও ছেলেকে উড়িয়ে নিয়ে শূন্যে তুলে কিছু দূরে ফেলে দিলো। সাথে সাথে প্রাণ হারালো ছেলে আর হাসপাতালে নেয়ার পর ছেলের সাথেই পরপারে চলে গেলেন বাবা। ঘটনাটি ঘটলো গতকাল রাত সাড়ে ৮টার দিকে। নিহত বাবা-ছেলে হচ্ছেন জিল্লুর রহমান (৪৫) ও বায়েজিদ (৮)। নিহত বাবা জিল্লুর রজমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

জানা গেছে, জিল্লুর রহমান হাজীগঞ্জের বলাখাল বাজার এলাকায় সপরিবারে বসবাস করে স্ক্যাপার ব্যবসা করে আসছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুঘটনাটি ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল মধ্য বাজারে। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সমর্থ্য হয়।

স্থানীয় জুলহাস মিয়া, কাজী মাসুদ ও আমির হোসেন জানান, বলাখাল বাজার এলাকায় দীর্ঘদিন ধরে স্ক্যাপার ব্যবসা করেন জিল্লুর রহমান। শুক্রবার সন্ধ্যার পর বড় ছেলে যুবায়েরের নতুন আরেকটি স্ক্যাপার দোকান উদ্বোধন করতে ছোট ছেলে বায়েজিদকে নিয়ে মিলাদে অংশ নেন। মিলাদ শেষে তবররুক খেয়ে ছোট ছেলে বায়েজিদকে নিয়ে সড়কের পাশে দাঁড়ান। এ সময় হাজীগঞ্জ থেকে চাঁদপুরগামী দ্রুতগতির একটি ট্রাক সড়কের পাশে দাঁড়ানো বাবা-ছেলের উপর এমনভাবে হামলে পড়ে যে তাদেরকে উড়িয়ে নিয়ে প্রায় ৫০ গজ দূরে ফেলে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান বায়েজিদ। গুরুতর আহত বাবা জিল্লুর রহমানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোটরসাইকেলযোগে ধাওয়া করলে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কৈয়ারপুল রেলক্রসিং এলাকায় সড়কের পাশে ট্রাক রেখে পালিয়ে যায় চালক। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

নিহতের বড় ছেলে জুবায়ের জানান, আজ (গতকাল ৪ মার্চ) বলাখাল বাজারে মদিনা প্লাস্টিক ফ্যাক্টরী উদ্বোধন শেষে ট্রাকের আঘাতে আমার বাবা এবং ভাই মারা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল আজিজ জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়