বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সামাজিক সংগঠনগুলো হলো সমাজের শক্তি
মিজানুর রহমান ॥

‘আমরা পর নই’-এ স্লোগান নিয়ে চাঁদপুরে গড়ে ওঠা সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপন’-এর পথচলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ৩০ জন গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে এক বছরের শিক্ষা উপকরণ বিতরণ, সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় ৫টি সংগঠনকে সম্মাননা প্রদান এবং ‘সমাজ বিনির্মাণে সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজকে এগিয়ে নেয়ার জন্যে যার যার অবস্থানে থেকে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিশেষ অবদান রেখে চলেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি রোটারী ক্লাব, আপন, তারুণ্যের অগ্রদূত, সেন্ট্রাল রোটারী ক্লাবসহ আরো বিভিন্ন সংগঠন এগিয়ে আসায় করোনার দু’টি বছর যে সঙ্কট ছিলো, সাধারণ মানুষের মধ্যে যে হতাশা ছিল, তারা সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এরাই হলো সমাজের শক্তি।

মেয়র বলেন, সংগঠনগুলো তাদের কার্যক্রমের মাধ্যমে আগামীর প্রজন্মের জন্য যে মূল্যবোধ রেখে যাচ্ছে, তাতে সামনের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। চাঁদপুর শহরে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর পেছনে সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোর অনেক অবদান রয়েছে। আমরা আগামী দিনেও সামাজিক সংগঠনগুলোকে পৌরসভার সাথে সম্পৃক্ত রেখে আমরা আমাদের সুন্দর শহরকে গড়ে তোলার জন্যে কাজে লাগাতে চাই।

তিনি আপন-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকলকে ধন্যবাদ এবং তাদের সামাজিক মূল্যবোধের কাজগুলোকে সাধুবাদ জানান। সংগঠনটির ধারাবাহিকতাও কামনা করেন তিনি।

আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটাঃ ডাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত (পিএইএফ), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও তারুণ্যের অগ্রদূতের উপদেষ্টা লায়ন মাহমুদ হাসান খান। স্বাগত বক্তব্য রাখেন আপন-এর উপদেষ্টা ডাঃ মাসুদ হাসান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাবের সভাপতি মাহমুদা খানম, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিল, পুরাণবাজার ২নং সপ্রাবির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, শিক্ষক ধ্রুবরাজ বণিক, শিক্ষিকা রৌশন আরা, সোস্যাল এইডার ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি কামরুল হাসান বাবু, লাইট ফর হিউম্যানিটির সম্পাদিকা তামান্না রহমান, সংগঠক ইকবাল খান, আল-আমিন, সাংবাদিক ও সংগীত শিল্পী কবির হোসেন মিজি প্রমুখ।

আলোচনা পর্ব শেষে সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবদান রাখায় ৫টি সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এক বছরের জন্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে কেক কেটে ‘আপন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

সম্মাননাপ্রাপ্ত সংগঠনগুলো হলো : ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব, লাইট ফর হিউম্যানিটি, তারুণ্যের অগ্রদূত ও সোস্যাল এইডার ডেভলপমেন্ট অর্গানাইজেশন। এছাড়া সংগঠনের কার্যক্রম ও কর্মকা-ে বিশেষ অবদান রাখায় এক্টিভ মেম্বার হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছে আল-আমীন মুন্সি, আল-আমীন মিয়াজি ও ফারহান ফুয়াদ আকাশ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই আপনের পথচলার এক বছরের কার্যক্রমে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও সাংগঠনিক কাজে অবদান রাখায় আপনের তিনজন এক্টিভ সদস্যকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সমাপ্ত হয়।

এ সময় রোটাঃ মোঃ জামাল হোসেন, শিক্ষক মাসুদুর রহমানসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং আপন-এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়