বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

করোনায় মৃত্যুঝুঁকি থেকে বাঁচতে টিকা নেয়ার বিকল্প নেই
মাহবুব আলম লাভলু ॥

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি 'মেগা ক্যাম্পেইন' হাতে নিয়েছে সরকার। এদিন ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রতিটি মানুষকে করোনা টিকার আওতায় আসতে হবে। করোনায় মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচতে টিকা নেয়ার বিকল্প নেই। বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ সময় টিকার প্রথম ডোজ নিতে কোনো ধরনের নিবন্ধন বা জন্মসনদ, এমনকি জাতীয় পরিচয়পত্রেরও প্রয়োজন হবে না। টিকাদান কার্যক্রমকে শক্তিশালী করার জন্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার বাড়ৈয়ের সঞ্চালনায় গণটিকা উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান ওপেলসহ অন্য নেতৃবৃন্দ।

করোনা ভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে ২৬ ফেব্রুয়ারি একটি ‘মেগা ক্যাম্পেইন’ হাতে নিয়েছে সরকার। এদিন সারাদেশে ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিবন্ধন বা জন্ম নিবন্ধন সনদ-এনআইডি ছাড়াই করোনা টিকার প্রথম ডোজ নিতে পারবে মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়