প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট চাঁদপুর সদরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কলার আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পরিলক্ষিত হয় যে, উক্ত প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র নেই। মানবদেহের জন্যে ক্ষতিকর এমন নিষিদ্ধ মেডিসিন দিয়ে স্প্রে করে কাঁচা কলা পাকানো হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক উক্ত কলার আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও আরো একটি মুদি দোকানে মূল্য তালিকা না টানানোয় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা কৃষি অফিস, চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ক্যাব চাঁদপুর। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিলেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম।