প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গতকাল ২০ ফেব্রুয়ারি রোববার চাঁদপুর জেলায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ২০৬ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ২২ জন। শনাক্তের হার ৯.৬৪ শতাংশ। শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮ জন, ফরিদগঞ্জ উপজেলার ৩ জন, মতলব দক্ষিণে ২ জন, শাহরাস্তিতে ৪ জন, হাজীগঞ্জে ৩ জন ও কচুয়া উপজেলার ২ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ২২জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১শ’ ৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬শ’ ৮৪ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৫ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১২৭২ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ৩০ জন।