প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
জানুয়ারি মাসের শেষ থেকে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম কয়েকদিন চাঁদপুরে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি ছিলো। শনাক্তের হার ছিলো ভয়াবহ। কিন্তু গত সপ্তাহ থেকে এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
গতকাল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদপুর জেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৮৯ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ১৪ জন। শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২ জন, হাজীগঞ্জের ৪জন, হাইমচর ১, কচুয়া ২ ও শাহরাস্তি উপজেলার ৫জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ১৪ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১শ’ ৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬শ’ ৯ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১৩০৭ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৪৭১ জন, হাইমচরে ৯০০ জন, মতলব উত্তরে ৯৫৬ জন, মতলব দক্ষিণে ১৩৮৫ জন, ফরিদগঞ্জে ১৯৮২ জন, হাজীগঞ্জে ১৭১৫ জন, কচুয়ায় ৯২৮ জন ও শাহরাস্তিতে ১৮২৩ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।