বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক চাঁদপুরে সভানেত্রী ডাঃ আফসানা শর্মী। এ সময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে অংশগ্রহণকারী ৮টি দল উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেন সদর সার্কেল টিম বনাম মতলব সার্কেল টিম। খেলা শেষে পুলিশ সুপার বিজয়ী দলের কনস্টেবল শরীফুল ইসলাম (সদর সার্কেল টিম)কে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদানসহ সকলের উদ্দেশ্যে বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়