রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

প্রবীণ সাংবাদিক মিয়া মুহম্মদ আব্দুল খালেকের ইন্তেকাল

প্রবীণ সাংবাদিক মিয়া মুহম্মদ আব্দুল খালেকের ইন্তেকাল
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক ও শিক্ষক মিয়া মুহম্মদ আবদুল খালেক ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি রোববার ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা ১০ মিনিটে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি....... রাজেউন)। তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম হাসু ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর নামাজে জানাজা সোমবার বাদ জোহর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মিয়া মুহম্মদ আব্দুল খালেক ছিলেন স্বাধীনতোত্তর চাঁদপুর মহকুমা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সর্বশেষ তিনি বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষকতা করেন। এখান থেকে অবসর গ্রহণের পর তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করতেন এবং বিভিন্ন পত্রিকায় মাঝেমধ্যে লেখালেখি করতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং লেখালেখি প্রায় ছেড়ে দেন।

মিয়া মুহম্মদ আব্দুল খালেক ১৯৪৩ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ্রহণ করেন। সাংবাদিকতায় তিনি ছিলেন সাহসী ও প্রতিবাদী চরিত্রের অধিকারী। এজন্য বারবার রোষানলে পড়েন বিভিন্ন মহলের এবং মামলার শিকার হয়ে হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন স্থানে। আশির দশকের শেষ দিকে তাঁর পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক এসএম শামসুল আলম। তারপর তিনি ইংরেজি গ্রামার ও সাংবাদিকতা বিষয়ক বই প্রকাশে মনোযোগী হন। তাঁর জীবন সায়াহ্নে তাঁর পাশে অর্থসহ বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে আসে চাঁদপুর প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। তাঁকে চাঁদপুরের বিভিন্ন পত্রিকা ও সংগঠন সম্মাননা প্রদান করে।

নামাজে জানাজা

মিয়া মুহম্মদ আব্দুল খালেকের নামাজে জানাজা সোমবার বাদ জোহর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন ও মরহুমের বড় ছেলে নূরুল ইসলাম লিটন। জানাজায় ইমামতি করেন মরহুমের ছাত্র মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। জানাজায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পৌর ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রমজান আলী মৃধা, বিশিষ্ট সাঁতারু একেএম বাদশা মিয়াজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষামন্ত্রীর শোক

চাঁদপুরের প্রবীণ সাংবাদিক মিয়া মুহম্মদ আব্দুল খালেক এবং সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ খানের বড় ছেলে মমিনুল হক খান বাবু ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পিতা হাবিব উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় মরহুমদ্বয়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিভিন্ন মহলের শোক

সাংবাদিক মিয়া মুহম্মদ আব্দুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশপূর্বক তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার এবং প্রধান সম্পাদক কাজী শাহাদাতসহ চাঁদপুর কণ্ঠ পরিবার। অনুরূপ শোক জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার এবং বিষ্ণুদী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়