প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে মাহফিলে এসে খ্রিস্টান ধর্মের দু’ যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফের তিনদিনব্যাপী মাহফিলে এসে পীর সাহেব খাজা অলিউল্লাহর নিকট খ্রিস্টান ধর্মের দু’ যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এরা হচ্ছেন শংকর চাকমা (২৬), পিতা-মোহন বাঁশি, গ্রাম : আলম ডিপ, খাগড়াছড়ি, রাঙামাটি ও জীবন শান্তি চাকমা (২০), পিতা-সুশির রঞ্জন চাকমা, গ্রাম : অকস্যকার্বারি পাড়া, দীঘিনালা, খাঘড়াছড়ি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের বর্তমান নাম হচ্ছে- মোহাম্মদ আলী ও আবু বকর সিদ্দিক। এদিন রাতে তারা দু’জন গাছতলা দরবার শরীফে রাত্রি যাপন করেন। পরদিন শনিবার সকালে তারা নিজ বাড়িতে চলে যান।
তারা জানায়, আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম ধর্মের নিয়ম-কানুন আমাদের কাছে খুব ভালো লেগেছে।