প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে ১৭শ’ বস্তা চিনি ও ৬০ ব্যারেল সোয়াবিন তেলসহ একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুর ২টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পুরাণবাজারের সহদেব সাহা প্রতিষ্ঠানের ব্যবসায়ী টিটু সাহা। এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পানিতে তলিয়ে গেছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সহদেব সাহা, ত্রিনাথ ভা-ার ও পদ্মা ভা-ার।
জানা যায়, এদিন সকালে নারায়ণগঞ্জ মেঘনা মিল থেকে চিনি ও সয়াবিন তেল বহন করে মোহাম্মদ আলী মাঝির ট্রলারটি চাঁদপুর নদী বন্দর এলাকার পুরাণবাজার ঘাটে আসছিলো। দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড় বৃষ্টির কবলে পড়ে ট্রলারটি আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝি-মাল্লারা সাঁতরিয়ে তীরে উঠে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিমজ্জিত ট্রলারটি দুর্ঘটনাস্থলেই রয়েছে। সয়াবিন তেল ভর্তি ড্রামগুলো উদ্ধার সম্ভব হলেও চিনি বস্তাগুলো ভিজে নষ্ট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।