প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব গুলশান লেক সিটি, ইনার হুইল ক্লাব অব ঢাকা কসমোপলিটন, ইনার হুইল ক্লাব অব ঢাকা পেরিউংকেল-এর সহযোগিতায় বেদেদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।
গতকাল ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ে বেদেদের জন্যে এ আয়োজন করা হয়। এ সময় তাঁরা ৫০ জন বেদের মাঝে ৫কেজি করে আটা এবং কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ শাহেদুল হক মোর্শেদ আরএফএসএম ও সাবেক সভাপতি রোটাঃ অধ্যাপক জাকির হোসেন আরএফএসএম।
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি শাহেদুল হক মোর্শেদ তাঁর বক্তব্যে বলেন, আজকে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব চমৎকার একটি আয়োজন করেছেন ৪টি ক্লাবের সহযোগিতায়। এখানে যারা বেদে সম্প্রদায় এসেছেন আপনারা দেখছেন, এই জিনিসগুলো এই সংগঠনের সদস্যরা একটু একটু করে টাকা জমিয়ে করছেন, কোনো সরকারি অর্থায়নে নয়। বেশি কিছু সম্ভব না যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করছেন। এটি একটি নারীদের সংগঠন। এগুলো তারা রেগুলার করে থাকেন। আজকে যে বিদ্যালয়টিতে অনুষ্ঠানটি হচ্ছে এই বিদ্যালয়ের আমি একজন ছাত্র ছিলাম এবং বর্তমানে ম্যানেজিং কমিটির একজন সদস্য। আমার এই ক্লাবটির প্রতি শুভেচ্ছা ও দোয়া রইলো।
রোটাঃ অধ্যাপক জাকির হোসেন বলেন, ক্লাবের সদস্যরা বৃষ্টি উপেক্ষা করে বেদে সম্প্রদায়কে সহযোগিতা করতে এসেছেন। এটি দেখে আমি খুবই আনন্দিত। নারীরা সব প্রতিকূলতায় চলতে পারে। এটাই তার প্রমাণ। আমার এই ক্লাবটির জন্যে দোয়া থাকবে।
ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, আইপিপি তাসনুভা রহমান তনি¦, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, সেক্রেটারী ডালিয়া খানম, ট্রেজারার মারিয়া শারমিন মিথিলা, এডিটর নাছরিন হোসাইন নওশীন, সদস্য রুবিনা মরিয়ম ও জয়নব।
সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কাজী আজিজুল হাকিম নাহিন, রেলওয়ে শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোরশেদ আলম জয়, জনি চন্দ্র দাস ও নাজমা বেগম।
উল্লেখ্য, কম্বল বিতরণ শেষে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।