প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। ৩১ জানুয়ারি সোমবার রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহীম জানিয়েছেন, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত শরাফত উল্যার পরিবার গত এক মাস যাবৎ ঢাকায় অবস্থান করছেন। রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা প্রায় ২০-২৫ জন যুবক ও পাড়া-প্রতিবেশীরাসহ আগুন নেভাতে অনেক চেষ্টা করি। প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে আগুনে শরাফত উল্যার বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। এ সময় পাশর্বর্তী আরেকটি বসতঘরের অনেকটা আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম জানান, অগ্নিকা-ের খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসকে ফোন কল দেয়া হয়েছিলো। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল জানান, আগুনে দুটি ঘরই পুড়ে গেছে। এতে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বাহার মিয়া জানিয়েছেন, অগ্নিকা-ের খবর পেয়ে আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি।