শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র ও কাল্পনিক অপপ্রচারের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেছে দেশের সর্বশ্রেণীর শিক্ষক কর্মচারীদের বৃহৎ জোট ‘স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন’। শুক্রবার বিকেলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর হোসেন, বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক একেএম মোকসেদুর রহমান, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি আবু নাইম মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক একেএম ওবায়দুল্লাহ, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফরায়েজি, স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, স্বাধীনতা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, স্বাশিপ কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান পান্না, উপাধ্যক্ষ হরিচাঁদ ম-ল সুমন, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বিরুদ্ধে একটি বিশেষ মহলের মনগড়া কাল্পনিক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জাতীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করে বিশ^ব্যাপী সমাদৃত হয়েছেন। বক্তারা বলেন, অতিমারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত। যে মুহূর্তে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চরম বিপর্যস্ত এই শিক্ষাকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জমিক্রয়ের সাথে শিক্ষামন্ত্রী ও তাঁর পরিবারের কোনরূপ সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্ত ছড়িয়ে শুধু শিক্ষামন্ত্রীই নন প্রকারন্তে সরকারের ভাবমুর্তি ক্ষুণœ করা হচ্ছে। সভায় বক্তারা এহেন মিথ্যাচারের তীব্র নিন্দা জানান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একটি টেকসই শিক্ষা ব্যবস্থার জন্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি যে লড়াই করে যাচ্ছেন সেই লড়াইয়ে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন সর্বদা তাঁর পাশে থেকে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়