বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু ॥ বসতঘর ক্ষতিগ্রস্ত
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বেলী বেগম (৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। এ সময় আগুনের লেলিহান শিখায় ওই বৃদ্ধার বসত ঘরটিও পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত বেলী বেগম ওই ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামের হামিদ আলী হাজী বাড়ির মৃত লনি মিয়ার বড় মেয়ে।

ওই বাড়ির প্রবাসী বাবুল হাজীর স্ত্রী জান্নাত আক্তার জানান, রাতে হঠাৎ করেই আগুন দেখে ডাক-চিৎকার দিলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেলী বেগমকে বাঁচানো যায়নি।

বাড়ির লোকজন জানান, বেলী বেগম ঘরের ভেতর দিয়ে তালা দিয়ে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কীভাবে আগুন লাগলো তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। স্থানীয় লোকজনের ধারণা, গ্যাস সিলিন্ডারের আগুনেই ঘর পুড়ে যায় ও বৃদ্ধার মৃত্যু হয়।

বেলী বেগমের ছোট বোন মনি বেগম জানান, আমার বোন বেলী বেগম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি পিজি হাসপাতালে আয়ার কাজ করতেন। নিঃসন্তান বেলী বেগমের স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। স্বামীর বাড়ি সিলেট হলেও তিনি গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন।

আগুনের সংবাদ পেয়ে হাইমচর উপজেলার আলগী বাজার থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আলগী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, আগুন লাগার তথ্য জেনে ৫জন ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি জানান, এখনো কিছুই বলা যাচ্ছে না।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও আগুনে পুড়ে যাওয়া মহিলার লাশ উদ্ধার করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়