প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। ২৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনিসহ অন্য নেতা-কর্মীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল ইসলামের আদালতে হাজিরা দেন এবং বদলি জামিন নেন। এ সময় তিনিসহ অন্য আসামীরা জিআর ৭২১/১৮ মামলায় বদলি জামিন নেয়ার জন্যে আদালত আসেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৮ সালে পুরাণবাজার মধ্য শ্রীরামদী বউবাজার এলাকায় বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটানোসহ অস্ত্র-শস্ত্র নিয়ে রাস্তাঘাট অবরোধ মামলায় তারা আদালত থেকে বদলি জামিন নেন।