বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০

সোমবার চাঁদপুরে ৮১ জনের করোনা শনাক্ত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে করোনভাইরাস (কোভিড-১৯)-এর ঊর্ধ্বমুখী পরিস্থিতি গতকালও বিদ্যমান ছিলো। গতকাল সোমবার জেলায় করোনা শনাক্ত হয় ৮১ জনের। শনাক্তের হার ২৯.০৩ শতাংশ।

গতকাল ২৭৯ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮১ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৩ জন, ফরিদগঞ্জে ১৫ জন, হাইমচরে ৩ জন, মতলব দক্ষিণে ২ জন, হাজীগঞ্জে ৫ জন, কচুয়ায় ১ জন ও শাহরাস্তি উপজেলায় ২ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ৮১ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮শ’ ৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪২ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৫৩৮ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ১৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদর ৬৮৮৬ জন, হাইমচর ৮৬৮ জন, মতলব উত্তরে ৯২৬ জন, মতলব দক্ষিণে ১২৯৭ জন, ফরিদগঞ্জে ১৭৫৩ জন, হাজীগঞ্জে ১৫৯৩ জন, কচুয়ায় ৮৭০ জন ও শাহরাস্তিতে ১৬৮২ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়