বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০

পরিবহন শ্রমিক নেতা আনোয়ার মুন্সির ইন্তেকাল
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-১২২০) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী (৬২) আর বেঁচে নেই। তিনি গতকাল ২৪ জানুয়ারি সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। মরহুমের একমাত্র ছেলে ফয়সাল আহমেদ চাঁদপুর সরকারি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে তানজিলা আনোয়ার ঢাকা বিশ^বিদ্যালয়ের টেক্সটাইল বিভাগে প্রথম বর্ষে পড়াশোনা করছেন। আর বড় মেয়ে জান্নাতুল ফেরদৌসী বিবাহিত।

আনোয়ার হোসেন মুন্সির মৃত্যুতে চাঁদপুর শহরের বাস টার্মিনাল এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এবং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডস্থ তার নিজ বাসায় দেখতে আসেন। এ সময় শ্রমিকদের এবং পরিবারের সদস্যদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যে দেখা যায়।

রাত ৯টায় চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল পরিমাণ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে চাঁদপুর পৌরসভার কবরস্থানে লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার হাটিলা ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত সামাদ মুন্সির ছেলে আনোয়ার হোসেন মুন্সি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়