বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

অ্যাডঃ মামুনের হ্যাট্রিক জয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক জয় পেলেন অ্যাডঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি গতকাল ২৩ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজিত প্রার্থীর সাথে তাঁর ভোটের ব্যবধানও অনেক। অ্যাডঃ মামুন পেয়েছেন ২২৬ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডঃ মোঃ মহসীন খান পেয়েছেন ১০৮ ভোট। এবার নিয়ে তিনি টানা দুইবার (২০২১ ও ২০২২) এবং এর আগে ২০১৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাই তাঁর এই জয় হচ্ছে অবিস্মরণীয় হ্যাট্রিক জয়। এছাড়া তিনি ২০১২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি জেলা বারের তিন বারের সাধারণ সম্পাদক ও একবারের যুগ্ম সাধারণ সম্পদাক ছাড়াও ইতিপূর্বে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি চাঁদপুর জেলা বারের সকল আইনজীবীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি মহান রাব্বুল আলামিনের কাছেও শোকরিয়া আদায় করেন। তিনি যাতে বারের সুনাম অক্ষুণœ রেখে সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্যে তিনি সকল আইনজীবীর সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়