বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদের প্রাথীদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ জানুয়ারি রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এ সময় ৩৩৭ জন ভোটারেরর মধ্যে ৩৩৩ জন ভোট প্রদান করেন। বাকি ৪ জনের মধ্যে ১ জন আমেরিকায় থাকাতে এবং অপর ৩জন অসুস্থতার কারণে ভোট দিতে আসেননি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। যারা এ নির্বাচনে জয়ী হবেন তারা আজ সোমবার থেকে আগামী বছর অনুষ্ঠিত নির্বাচনের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নির্বাচন চলাকালীন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আনন্দ উদ্দীপনা বিরাজ করেছিলো। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন অ্যাডঃ শহীদ উল্লাহ কায়সার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডঃ আলম খান মঞ্জু। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডঃ এমএ হালিম পাটওয়ারী ও অ্যাডঃ জেসমিন আক্তার।

দুপুর ১টায় নির্বাচনী স্থান পরিদর্শনে আসেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ দলীয় নেতা-কর্মীরা। এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কমীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোট চলাকালে আইনজীবী সমিতি মিলনায়তনে উপস্থিত ছিলেন। এছাড়া রাতে ভোট গণনার সময়ে দু’প্যানেলের প্রার্থীদের পক্ষে তাদের শুভাকাক্সক্ষীসহ আত্মীয়-স্বজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে নির্বাচনী স্থান পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা ছিলেন-সভাপতি পদে অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ মাইনুল আহসান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ আবু তাহের তালুকদার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মোহাম্মদ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, জেনারেল অডিটর পদে অ্যাডঃ রেজাউল করিম, রানিং অডিটর পদে অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোহাম্মদ শাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ মাসুদ রানা, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে অ্যাডঃ মোঃ সাখাওয়াত হোসেন মজুমদার, অ্যাডঃ মোঃ আবু কাউছার ও অ্যাডঃ তাসলিমা আক্তার।

অপরদিকে, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা ছিলেন-সভাপতি পদে অ্যাডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ মহসীন খান, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আব্দুল মান্নান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ শহীদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এএনএম মাঈনুল ইসলাম, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোহাম্মদ হাসিব, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে অ্যাডঃ সুমন মিয়া, অ্যাডঃ মোঃ ইমাম হোসেন সুমন ও অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়