প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০
পুলিশ হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ কর্মকর্তা পরিচয়ে মাদক মামলার আসামী ছাড়িয়ে নিতে এসে চাঁদপুর শহরের নতুনবাজারস্থ কামাল হোটেলের মালিক নবীর হোসেন মুন্সী ছোটনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গত ২১ জানুয়ারি চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এএসআই হেলাল সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২/৩ পুরিয়া গাঁজাসহ উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে আটক করা হয়।
আটকের খবর পেয়ে নবীর হোসেন মুন্সী ছোটন মাদক মামলার আসামীকে ছাড়িয়ে নিতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদের নিকট বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টারে কর্মরত কর্মকর্তা পরিচয়ে তদবির করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে পরে কথা বলবেন বলে জানান।
এর কিছুক্ষণ পরই এএসআই হেলালের নিকট একই পরিচয়ে কথা বলে মাদক মামলার আসামীকে ছেড়ে দিতে বেফাঁস কথা বললে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার ওসিকে অবহিত করেন। পরে যাচাই-বাছাই শেষে জানা যায়, উক্ত নবীর মুন্সী ছোটনের পরিচয়টি মিথ্যা ও ভুয়া। তাৎক্ষণিক তাকে আটক করা হয়।
এদিকে আটক ছোটনের কাছ থেকে উদ্ধার হওয়া ভিজিটিং কার্ডে দেখা যায়, তিনি ও তার ভাই আল-আমিন শহরের নতুন বাজার কামাল হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হেলাল জানান, আইন মোতাবেক আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।