প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ ২৩ জানুয়ারি রোববার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন সমিতির ভোটাররা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সমিতি ভবনের দ্বিতীয় তলায়। এবারের ভোটার সংখ্যা হচ্ছে ৩৩৭জন। নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের ৩০ জন প্রার্থী। ভোট শেষে রাতেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন পরিচালনা কমিটি।
এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোঃ আহছান হাবীব-মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-মোঃ গোলাম কাউসার শামিম পরিষদের প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে অ্যাডঃ মোঃ আহছান হাবীব, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ মাইনুল আহসান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ আবু তাহের তালুকদার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মোহাম্মদ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, জেনারেল অডিটর পদে অ্যাডঃ রেজাউল করিম, রানিং অডিটর পদে অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোহাম্মদ শাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ মাসুদ রানা, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে অ্যাডঃ মোঃ সাখাওয়াত হোসেন মজুমদার, অ্যাডঃ মোঃ আবু কাউছার ও অ্যাডঃ তাসলিমা আক্তার।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত কামাল উদ্দিন আহমেদ-মহসীন খান-আব্দুল মান্নান মিয়াজী পরিষদের প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে অ্যাডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ মহসীন খান, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আব্দুল মান্নান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ শহীদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এ.এন.এম. মাঈনুল ইসলাম, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোহাম্মদ হাসিব, রেজিস্ট্রারিং অথরিটি সদস্য পদে অ্যাডঃ সুমন মিয়া, অ্যাডঃ মোঃ ইমাম হোসেন সুমন ও অ্যাডঃ মোহাম্মদ মুসলিম মিয়াজী।