প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। শুক্রবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশুসদন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রায় ৩শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেবের জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাইনুল ইসলাম বাপ্পী, ইউনিয়ন ছাত্রলীগের লীগের সভাপতি আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।