প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও সমিতির বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমিতির সদর দপ্তর হাজীগঞ্জে ভার্চুয়ালি (জুম অ্যাপস ও ফেসবুক লাইভ) সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরে পরিচালকদের উপস্থিতিতে বোর্ড গঠন করা হয়।
সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের বাণী পাঠ করেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা ইমরান খান। এরপর সভাপতির প্রতিবেদন পাঠ করেন বোর্ড সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর-১-এর জেনারেল ম্যানেজার (চঃ দাঃ) মোঃ আতিকুজ্জামান চৌধুরী।
দুপুরে সমিতির পরিচালকদের উপস্থিতিতে বোর্ড গঠন করা হয়। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমিতির ৫নং এলাকার পরিচালক ও বর্তমান সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে ৬ ও ৭নং এলাকার মহিলা পরিচালক ও বর্তমান সহ-সভাপতি নাসরিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে ১, ২ ও ৩নং এলাকার মহিলা পরিচালক খোদেজা আক্তার এবং সচিব পদে ৬নং এলাকার নির্বাচিত পরিচালক মাসউদুল গনি।
এছাড়াও নির্বাচিত পরিচালক হলেন মোঃ ওমর ফারুক, মোহাম্মদ কামাল হোসেন, গুরুপদ দে, মনোনীত পরিচালক মোঃ জসিম উদ্দিন মজুমদার, মোঃ নুরুন নবী ও মোঃ খোরশেদ আলম চৌধুরী এবং মহিলা পরিচালক পারভীন আক্তার। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) প্রকাশ কুমার সাহা।
সমিতির বোর্ড সভাপতি মোঃ তৌহিদুল ইসলামের সভাপ্রধানে অনুষ্ঠিত সাধারণ সভায় বোর্ড সচিব মোঃ মাহবুব আলম, মহিলা পরিচালক আয়শা সিদ্দিকা, সমিতির ডিজিএম (কচুয়া জোনাল অফিস) মোঃ বেলায়েত হোসেন, ডিজিএম (কারিগরি) মোঃ ওমর আলী, ডিজিএম (শাহরাস্তি জোনাল অফিস) মোবারক হোসেন সরকার, এজিএম (প্রশাসন) মোঃ আশাদুল আজম, এজিএম (অর্থ) মোঃ সামছু উদ্দিন উপস্থিত ছিলেন।
সমিতির ইসি এএইচএম মুহিব বিল্লাহর উপস্থাপনায় সাধারণ সভায় এজিএম (ওএন্ডএম) সাচার জোনাল অফিস দেবব্রত ভৌমিক, এজিএম (ওএন্ডএম) সদর দপ্তর মুহাম্মদ মজিবুর রহমান, এজিএম (ওএন্ডএম) শাহরাস্তি জোনাল অফিস মোঃ আনোয়ার হোসাইন, এজিএম (ইএন্ডসি) মোঃ মাসুম মিয়া, এজিএম (আইটি) মোঃ মনির উজ জামান ও এজিএম (ওএন্ডএম) মোঃ আবু হানিফসহ অন্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।