প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন ললিতকলার সভাপতি, সাহিত্য একাডেমী, চাঁদপুরের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট কবি, লেখক ও গীতিকার মুখলেসুর রহমান মুকুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি এক শোক বার্তায় বলেন, গীতিকার মুখলেসুর রহমান মুকুল তাঁর জীবনে অসংখ্য কালজয়ী গান রচনা করে গেছেন। তাঁর রচিত গান রেডিও, টিভিতে প্রচারসহ দেশের অনেক স্বনামধন্য গায়করা গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। মুখলেসুর রহমান মুকুলের মৃত্যুতে আমরা একজন গুণী গীতিকারকে হারালাম। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।