বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
মিজানুর রহমান ॥

সারাদেশের ন্যায় চাঁদপুরেও করোনার সংক্রমণ বাড়ছে। চাঁদপুরে প্রতিদিন দ্বিগুণ করে বাড়ছে করোনা। সামনের দিনগুলোতে এর হার আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২জন শিক্ষার্থী বর্তমানে করোনায় আক্রান্ত। এ প্রতিষ্ঠানের ১৮৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ছাত্রীনিবাসে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান।

তিনি বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পর্যায়ক্রমে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সকল স্টুডেন্টের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ সেলিনা আক্তার জানান, প্রথম ১০ জনের মধ্যে ৬ জনের, পরে আরো ১০ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর সকল শিক্ষার্থীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ আসে। তিনি আরো বলেন, আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি, তাদেরও নমুনা নেয়া হবে। তিনি আরো জানান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন ও হাসপাতালের কোভিড চিকিৎসক ডাঃ মাসুদ রানা টাইম টু টাইম তাদের খবর নিচ্ছেন। করোনায় আক্রান্ত শিক্ষার্থীরা মোটামুটি ভাল আছে, তাদের শারীরিক অবস্থা অতটা খারাপ নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়