বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০

গীতিকার মুখলেসুর রহমান মুকুল বেঁচে নেই
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

অবশেষে মৃত্যুর কাছে পরাস্ত হলেন খ্যাতিমান গীতিকার মুখলেসুর রহমান মুকুল। তিনি সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি গত ক’বছর ধরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ বাসভবনে বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে গতকাল বিকেল ৫টায় পুরাণবাজারস্থ বাড়ির আঙ্গিনায় পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মুখলেসুর রহমান মুকুল ছিলেন হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের মরহুম খলিলুর রহমান মুন্সির ৪র্থ পুত্র। তিনি পেশাগতভাবে ছিলেন একজন ব্যবসায়ী। তিনি সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ শিল্পকলা একাডেমীর সম্মাননা পান, যে সম্মাননাটি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর স্টেডিয়াম রোডস্থ বাসায় তাঁর শয্যাপাশে গিয়ে তাঁর হাতে তুলে দেন। এছাড়া তিনি বহু সম্মাননা পেয়েছেন।

বিভিন্ন মহলের শোক

চাঁদপুরের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন ললিতকলার সভাপতি, সাহিত্য একাডেমী, চাঁদপুরের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট কবি, লেখক, গীতিকার মুখলেসুর রহমান মুকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, জেলা স্কাউটসের সম্পাদক অজয় ভৌমিক, সপ্তসুর সংগীত একাডেমীর সভাপতি চম্পক সাহা ও অধ্যক্ষ রূপালী চম্পক, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার ও মহাসচিব হারুন আল রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, জেলা শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য শহীদ পাটোয়ারীসহ আরো অনেকে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়