বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

ইটভাটার বকেয়া ভ্যাট আদায়ে কাস্টমস্ অফিসের অভিযান
অনলাইন ডেস্ক

চাঁদপুরে ইটভাটার বকেয়া ভ্যাট আদায়ে জেলা কাস্টমস্ অফিসের ভ্যাট বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। বিভাগীয় কর্মকর্তার নির্দেশে ১৭ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় চাঁদপুর সদরের ওয়্যারলেস চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় বকেয়া ভ্যাট পরিশোধ না করায় চাঁদপুর সদরের আফজাল ব্রিকস্ এবং নাফিস ব্রিকসের ২টি ইট বোঝাই ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে আফজাল ব্রিকসের ৩ বছরের এবং নাফিজ ব্রিকসের চলতি মাসের ভ্যাট বকেয়া রয়েছে। এই দু’টি প্রতিষ্ঠান সকল বকেয়া পরিশোধ করে তাদের ইটভর্তি ট্রাক দুটি ছাড়িয়ে নিতে পারবে বলে জানান কর্মকর্তারা।

চাঁদপুর কাস্টমস্ অফিসের ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি ইটভাটায় ইট উৎপাদনে সরকারকে বছরে সাড়ে ৪ লাখ টাকা ভ্যাট দিতে হয়। এই টাকা ৩টি কিস্তির মাধ্যমে পরিশোধ করার নিয়ম রয়েছে। যা প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ১ লাখ ৮০ হাজার টাকা করে এবং শেষ কিস্তিতে ৯০ হাজার টাকা করে পরিশোধের নিয়ম।

সরকারের এমন নির্দেশনা থাকলেও চাঁদপুরে বহু ইটভাটা মালিক তা মানছেন না। তারা নিয়মিত ভ্যাট পরিশোধ না করে উল্টো কয়েক বছরের ভ্যাট বকেয়া রেখে ইটভাটা চালিয়ে যাচ্ছেন।

এই অবস্থায় সরকারের রাজস্ব উত্তোলনে অভিযান চালানোর উদ্যোগ নেন চাঁদপুর কাস্টমস্ অফিস। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযান চলাকালে চাঁদপুর কাস্টমস অফিসের ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়