প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে সাড়ে ৬ শতাধিক জেলে ও পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে গতকাল রোববার (১৬ জানুয়ারি) সকালে এ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এদিন ৪শ’ জেলে, ২শ’ পরিবহন শ্রমিক ও ৫০ জন ট্রাক লরি কাভার্ড ভ্যান শ্রমিকের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, অসহায়, দুঃস্থ মানুষেরা যেনো শীতে উষ্ণতা পায় এবং কষ্টে না থাকে সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কম্বল বিতরণের নির্দেশ দিয়েছেন। শীত যেনো কিছুটা হলেও আরামদায়ক হয় সেজন্যে আজকের এ কার্যক্রম।
জেলা প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন চাঁদপুরে যতো শীতবস্ত্র আছে, তা যেনো প্রকৃত দুঃস্থ, শীতে কাতর, যারা শীতবস্ত্র কিনতে পারে না বা কিনতে কষ্ট হয় তারা যেনো পান। তাঁর এ নির্দেশনা মোতাবেক প্রত্যেকটি উপজেলায় ও ইউনিয়নে শীতবস্ত্র ভাগ করে দিয়েছি। যেনো চাঁদপুরের প্রত্যেকটি এলাকায় এ শীতবস্ত্র পৌঁছে যায়।
বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোয়েব প্রমুখ। জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের দলনেতা ওমর ফারুক অনুষ্ঠান সঞ্চালনা করেন।